menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে/Rifat-LRB

কুমার শানু।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনাম:- তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে।

শিল্পী:- কুমার শানু।

⫸=====Rifat=====⫷

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

পূর্ণিমা চাঁদ তখনই তার দু'চোখ বুজেছে

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

পূর্ণিমা চাঁদ তখনই তার দু'চোখ বুজেছে

তোমার ঠুটের রং খুঁজেছি যেই না ফুলের কাছে

অমনি সেই ফুল গাছের পাতায় আড়াল হয়ে গেছে

ও চোখ দেখে বনের হরিণ লজ্জা পেয়েছে

পূর্ণিমা চাঁদ তাই বুঝি তার দু'চোখ বুজেছে

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

পূর্ণিমা চাঁদ তখনই তার দু'চোখ বুজেছে

যতই দেখি তোমায় আমি তত ভালো লাগে

ভালো লাগার গান গেয়ে যাই রাগে অনুরাগে

সে গান শুনে অবাক হয়ে তাকায় কোকিল পাখি

আমায় বলে আমি এখন কেমন করে ডাকি

এ প্রেম দেখে সবারই প্রেম হার যে মেনেছে

পূর্ণিমা চাঁদ তাই বুঝি তার দু'চোখ বুজেছে

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

তোমার মুখের তুলনা যে হৃদয় খুঁজেছে

পূর্ণিমা চাঁদ তখনই তার দু'চোখ বুজেছে

⫸=ধন্যবাদ=⫷

কুমার শানু। থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে