menu-iconlogo
huatong
huatong
avatar

বেদনার রং যদি নীল

খুরশিদ আলমhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
লিরিক্স
রেকর্ডিং
বেদনার রঙ যদি নীল

আকাশটা নীল হলে

দুটি চোখ কেন খুশি হয়

মেঘলা হলেই, যত ভয়

বেদনার রঙ যদি নীল

আকাশটা নীল হলে

দুটি চোখ কেন খুশি হয়

মেঘলা হলেই, যত ভয়

বেদনার রঙ যদি নীল

-==আপলোডঃ মজিবুর==-

আংটিতে নীল পাথর কেন পড়ে

নয়নে নীল স্বপ্ন রাখো ধরে

===============

আংটিতে নীল পাথর কেন পড়ে

নয়নে নীল স্বপ্ন রাখো ধরে

কেন নীল প্রজাপতি হতে চায় মুগ্ধ হৃদয়

মেঘলা হলেই যত ভয়

বেদনার রঙ যদি নীল

-==আপলোডঃ মজিবুর==-

সয়না তো নীল আবার কারো চোখে

সইলে কেন ভাগ্য বলে লোকে

===============

সয়না তো নীল আবার কারো চোখে

সইলে কেন ভাগ্য বলে লোকে

সাগরের নীল নদী রেখে যায় তার সঞ্চয়

মেঘলা হলেই যত ভয়

বেদনার রঙ যদি নীল

আকাশটা নীল হলে

দুটি চোখ কেন খুশি হয়

====ধন্যবাদ====

খুরশিদ আলম থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে