গান: একদিকে পৃথিবী একদিকে তুমি
শিল্পী: এন্ড্রু কিশোর ও কনকচাঁপা
আপলোড: তন্ময় [ T R N ]
মেয়ে: একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রবো
আর কোনোখানে যাবো না কো
ছেলে: একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রবো
আর কোনোখানে যাবো না কো
মেয়ে: লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা
মেয়ে: যেখানে তুমি রবে,
সেখানে আমি হবো ছায়া
আমারই জীবন তুমি
করি না প্রাণের কোনো মায়া
ছেলে: যেখানে তুমি রবে
সেখানে আমি হবো ছায়া
আমারই জীবন তুমি
করি না প্রাণের কোনো মায়া
মেয়ে: আমি মরণও মেনে নেবো,প্রেমেরই বাজি যদি রাখো
ছেলে: একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রবো
আর কোনোখানে যাবো না কো
মেয়ে: আমাকে যে দিন তুমি,
বন্ধু ওগো ভূলে যাবে
ওপারে গিয়েছি চলে
হাওয়াতে খবর তুমি পাবে
ছেলে: আমাকে যে দিন তুমি
বন্ধু ওগো ভূলে যাবে
ওপারে গিয়েছি চলে
হাওয়াতে খবর তুমি পাবে
মেয়ে: তুমি স্বয়নে স্বপনে যেন
আমারই নাম ধরে ডাকো
ছেলে: একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রবো
আর কোনোখানে যাবো না কো
মেয়ে: একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রবো,
আর কোনোখানে যাবো না কো
লা লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা লা...