গান: তুমি আমার চন্দ্র তুমি জোছনা
আপলোড: তন্ময় [ T R N ]
মেয়ে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাই না
==============
তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাই না
তুমি ছাড়া, জীবন আমার, পূর্ণ হবে না
ছেলে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাই না
তুমি ছাড়া জীবন আমার পূর্ণ হবে না
মেয়ে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাই না
[=====মিউজিক=====]
মেয়ে: চোখে তুমি রং ছড়ালে
মনে তুমি সুর ঝরালে
ছেলে:হো ও চোখে তুমি রং ছড়ালে
মনে তুমি সুর ঝরালে
মেয়ে: আজ কাছে এসেছো কত ভালবেসেছো
ছেলে:আজ কাছে এসেছো কত ভালবেসেছো
মেয়ে: প্রেমে এত সুখ আছে জানা ছিলো না
ছেলে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাই না
মেয়ে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাইনা
[===== মিউজিক=====]
ছেলে: প্রাণে তুমি সুখ সাজালে
বাসরেরই বাঁশি বাজালে
মেয়ে: ও ও ও প্রাণে তুমি সুখ সাজালে
বাসরেরই বাঁশি বাজালে
ছেলে: তুমি সাথী হয়েছো, প্রাণে মিশে রয়েছো
মেয়ে: তুমি সাথী হয়েছো, প্রাণে মিশে রয়েছো
ছেলে: এতোদিনে প্রেম খুঁজে পেলো ঠিকানা
মেয়ে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা,
আর কিছু চাইনা
তুমি ছাড়া জীবন আমার পূর্ণ হবে না
ছেলে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাই না
তুমি ছাড়া জীবন আমার পূর্ণ হবে না
ছে/মে: তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাই না
তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাই না
=======T=======