আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে আবে অভেদ যাহার
জীবন মৃত্যু জ্ঞান।।
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
মুখে শুনি তাওহীদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম
Modern Singer Group
যার মুখে শুনি তাওহীদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম।
যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া
দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া
জ্বীন পরী ইনসান।।
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
স্ত্রী পুত্ররে আল্লারে
সঁপি জেহাদে যে নির্ভীক
হেসে কোরবানী দিত প্রান
হায়! আজ তার মাগে বিখ।
স্ত্রী পুত্রের আল্লারে সপি
জেহাদে যে নির্ভীক
হেসে কোরবানি দিত
প্রাণ হায় আজ তার মাগে বিখ।।
কোথা সে শিক্ষা আল্লাহু ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।
কোথা সে শিক্ষা আল্লাহু ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।
আজাদ করিতে এসেছিল যারা
Welcome to my song book
আজাদ করিতে এসেছিল যারা
সাথে ল’য়ে কোরআন।।
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে আবে অভেদ যাহার
জীবন মৃত্যু জ্ঞান
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান
কোথা সে মুসলমান