মোর প্রিয়া হবে এসো রানী
নজরুল সংগীত
মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফু্ল..,
কর্নে দূলাব তৃতিয়া তিথীর
চৈতী চাঁদের দূল....,
খোঁপায় তারার ফু্ল..,
মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফু্ল..।
...................
কন্ঠে তোমার পরাব বালিকা...,
হংস সাড়ীর দূলানো মালিকা...,
কন্ঠে তোমার পরাব বালিকা...,
হংস সাড়ীর দূলানো মালিকা...,
বিজলী জরিন ফিতায় বাধিবো ....
মেঘ রং এলো চুল....,
দেব খোঁপায় তারার ফু্ল..,
মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফু্ল..।
.....................
জোসনার সাথে চন্দন দিয়ে
মাখাবো তোমার গাঁয়...,
রাম ধনু হতে লাল রং ছানি
আলতা পরাবো পায়....,
আমার গানের সাত সূর দিয়া...
তোমার বাসর রচিবো হে প্রিয়া...
তোমারে ঘেরিয়া গাহিবে আমার..,
কবিতার বুলবুল....,
দেব খোঁপায় তারার ফু্ল..,
মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফু্ল..,
মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফু্ল..।