জাগরনের গান
নজরুল গীতি
দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার হে
লংঘিতে হবে রাত্রি নিশিথে
যাত্রীরা হুশিয়ার
দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার হে
লংঘিতে হবে রাত্রি নিশিথে
যাত্রীরা হুশিয়ার
দুলিতেছে তরী,ফুলিতেছে জ্বল,
ভুলিতেছে মাঝি পথ
ছিড়িয়াছে পাল,কে ধরিবে হাল,আছে কার হিম্মত
দুলিতেছে তরী,ফুলিতেছে জ্বল
ভুলিতেছে মাঝি পথ
ছিড়িয়াছে পাল,কে ধরিবে হাল,আছে কার হিম্মত
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী,দিতে হবে পাড়ি
নিতে হবে তরী পার..
দুর্গম গিরি,কান্তার মরু
দুস্তর পারাবার হে
লংঘিতে হবে রাত্রি নিশিথে
যাত্রীরা হুশিয়ার