শোনো শোনো,ইয়া ইলাহী,আমার মোনাজাত
(নজরুল প্রার্থনা গীতি)
শোনো শোনো, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোনো,
আমার মোনাজাত...,
শোনো শোনো, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোনো,
আমার মোনাজাত...,
তোমার ই নাম, জপে যেন,
হৃদয় ও দিবস রাত যেন,
হৃদয় ও দিবস রাত...,
শোনো শোনো, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোনো,
আমার মোনাজাত.....।
যেন কানে , শুনি সদা ,
তোমারি কালা ম, হে খোদা...,
আ আ আ আ ,
চোখে যেন, দেখি শুধু,
ক্বোরআনের আয়াত দেখি,
ক্বোরআনের আয়াত...,
আমি , চোখে যেন, দেখি শুধু,
ক্বোরআনের আয়াত দেখি,
ক্বোরআনের আয়াত...,
শোনো শোনো, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোনো,
আমার মোনাজাত.....।
মুখে যেন , জপি আমি ,
কালেমা তোমা র, দিব স জামি...,
আ আ আ আ ,
মাসজিদেরই, ঝাড়ু বার্দার,
হোক আমার এ হাত খোদা,
হোক আমার এ হাত...,
তোমার, মাসজিদেরই, ঝাড়ু বার্দার,
হোক আমার এ হাত খোদা,
হোক আমার এ হাত...,
শোনো শোনো, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোনো,
আমার মোনাজাত...।
সুখে তুমি , দুঃখে তুমি ,
চোখে তুমি , বুকে তুমি ,
আ আ আ আ ,
এই পিয়াসী প্রাণের খোদা,
তুমি আব হায়াত খোদা,
তুমি আব হায়াত,
এই পিয়াসী প্রানের খোদা,
তুমি আব হায়াত খোদা,
তুমি আব হায়াত...,
শোন শোন, ইয়া ইলাহী,
আমার মোনাজাত শোন,
আমার মোনাজাত...,
তোমারই নাম, জপে যেন,
হৃদয় ও দিবস রাত যেন,
হৃদয় ও দিবস রাত...,
শোন শোন, ইয়া ইলাহী ,
আমার মোনাজাত শোন,
আমার মোনাজাত শোন,
আমার মোনাজাত...!