Uploded by
এ কি অপরূপ রূপে মা তোমায়
হেরিনু পল্লী জননী
এ কি অপরূপ রূপে মা তোমায়
হেরিনু পল্লী জননী
ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে
ঝলমল করে লাবনী
হেরিনু পল্লী জননী।
এ কি অপরূপ রূপে মা তোমায়
হেরিনু পল্লী জননী।।
রৌদ্র তপ্ত বৈশাখে তুমি
চাতকের সাথে চাহ জল
আম কাঁঠালের মধুর গন্ধে
জ্যৈষ্ঠে মাতাও তরুতল
ঝঞ্জার সাথে প্রান্তরে মাঠে
কভু খেল লয়ে অশনি....
হেরিনু পল্লী জননী।
এ কি অপরূপ রূপে মা তোমায়
হেরিনু পল্লী জননী।।
ধন্যবাদ