হে চীর সুন্দর বিশ্ব চরাচর
অনুপ ঘোষাল(নজরুল সংগীত)
হে চীর সুন্দর,বিশ্ব চরাচর,
তোমারই মনোহর রুপেরই ছায়া.,
হে চীর সুন্দর,বিশ্ব চরাচর,
তোমারই মনোহর রুপেরই ছায়া.,
রবি শশী তারকায়,
তোমারই জ্যোতি হায়,
রুপে রুপে তব,অরুপকায়া,
হে চীর সুন্দর,বিশ্ব চরাচর,
তোমারই মনোহর,রুপেরই ছায়া।
দেহের সুভাস তব,কুসুম গন্ধে,
তোমার হাসি হেরী,শিশুর আনন্দে,
জননীর রুপে তুমি,জাগ সদা দিনযামী,
তব স্নেহ প্রেম রুপ,কন্যা জায়া,
হে চীর সুন্দর,বিশ্ব চরাচর,
তোমারই মনোহর রুপেরই ছায়া।
হে বিরাট শিশু,এযে তব খেলনা,
ভাঙ্গা গড়া নীতি নব,দুখ শোক বেদনা,
হে বিরাট শিশু,এযে তব খেলনা ,
ভাঙ্গা গড়া নীতি নব,দুখ শোক বেদনা,
শ্যামল পল্লবে,সাগর তরঙ্গে,
তব রুপ লা্বনী,দুলে উঠে অঙ্গে,
বিহগের কন্ঠে,তব মধু কাকলী,
মায়াময় শত রুপে,বিছাও মায়া,
হে চীর সুন্দর,বিশ্ব চরাচর,
তোমারই,মনোহর রুপেরই ছায়া।