শাওন ভাই এর রিকোয়েস্টর গান 
আশা করি ভাল লাগবে 
শিল্পীঃ মনির খান 
একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে 
ছেড়ে যেতে হবে তোমাকে 
ভাবতেই ভেঙে যায় বুক 
মরে যাওয়া চোখ দিয়ে 
কী করে দেখবো 
তোমার কান্নাভেজা মুখ 
একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
শেষ দেখা দেখে দেবে চির বিদায় 
শ্বেত বসনে দেহ মুড়িয়ে আমায় 
শেষ দেখা দেখে দেবে চির বিদায় 
শ্বেত বসনে দেহ মুড়িয়ে আমায় 
চার বেহারার পালকি চড়ে 
আমি চলে যাবো দূর থেকে দূরে 
ভাবতেই ভেঙে যায় বুক 
মরে যাওয়া চোখ দিয়ে 
কী করে দেখবো 
তোমার কান্নাভেজা মুখ 
একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
জীবনের যত গ্লানি 
পারি একা বইতে 
তোমার দু'চোখে পানি 
পারবো না সইতে 
জীবনের যত গ্লানি 
পারি একা বইতে 
তোমার দু'চোখে পানি 
পারবো না সইতে 
তবু যেতে হয়, তবু যেতে হবে 
হয়তো জানিয়ে, নয় নিঃশব্দে 
ভাবতেই ভেঙে যায় বুক 
মরে যাওয়া চোখ দিয়ে 
কী করে দেখবো 
তোমার কান্নাভেজা মুখ 
একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে 
ছেড়ে যেতে হবে তোমাকে 
ভাবতেই ভেঙে যায় বুক 
মরে যাওয়া চোখ দিয়ে 
কী করে দেখবো 
তোমার কান্নাভেজা মুখ 
একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে