menu-iconlogo
huatong
huatong
-jobe-tulshi-tolay-cover-image

Jobe Tulshi Tolay

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
লিরিক্স
রেকর্ডিং
Nuzrul Githi

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

তব দেবতার নাম নিতে

ভুলিয়া বারেক প্রিয়

নিও মোর নাম

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

একদা এমনি এক গোধূলী বেলায়

যেতেছিলে মন্দিরে পথে একলা

একদা এমনি এক গোধূলী বেলায়

যেতেছিলে মন্দিরে পথে একলা

জানিনা কাহার ভুলে

তোমার পুজার ফুল

জানিনা কাহার ভুলে

তোমার পুজার ফুল

আমি লইলাম

সেই দেউলের পথ

সেই ফুলের সপথ

প্রিয় তুমি ভুলিলে

হায় আমি ভুলিলাম

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

পথের দুধারে সেই কুসুম ফোটে

হায় এরা ভোলেনি

বেধেছিলে তরু শাখে লতার যে ডোর

হের আজো খোলেনি

পথের দুধারে সেই কুসুম ফোটে

হায় এরা ভোলেনি

বেধেছিলে তরু শাখে লতার যে ডোর

হের আজো খোলেনি

একদা যে নীলনভে উঠেছিল চাঁদ

ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ

আজি অশ্রু বাদল

সেথা ঝরে অবিরাম।

সেথা ঝরে অবিরাম।

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

তব দেবতার নাম নিতে

ভুলিয়া বারেক প্রিয়

নিও মোর নাম

যবে তুলসীতলায়

প্রিয় সন্ধ্যা বেলায়

তুমি করিবে প্রনাম

নবধারা থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে