পান্থ এ মন সে তো মানেনা বারন
ফিরে ফিরে আসে তব দ্বারে ও
ফিরে ফিরে আসে তব দ্বারে~~
যতই আমি তারে করি যে শাসন~~
যতই আমি তারে করি যে শাসন
বারে বারে ডাকে যে তোমারে ও
বারে বারে ডাকে যে তোমারে।
~~~~~~~~~~~~~~
কাছে এলে দুরে যাও এ কেমন ছলনা
দুরে গেলে কাছে টানো মুখে কিছু বলনা
~~
কাছে এলে দুরে যাও এ কেমন ছলনা
দুরে গেলে কাছে টানো মুখে কিছু বলনা
সইতে পারেনা মন এত জ্বালাতন
সইতে পারেনা মন এত জ্বালাতন
দিশেহারা করেছো গো তারে ও
দিশেহারা করেছো গো তারে।
~~~~~~~~~~~~~~~
কতবার~~ কতছলে~~
কতবার কতছলে করে অনুনয়
গলে না তোমার তবু পাষাণ হৃদয়
~~~~~~~~~~~~~~
প্রানের বাসনারে কি দিয়ে ঢাকি গো
প্রেম যদি এ জীবনে দেয় তারে ফাঁকি গো
~~~
প্রানের বাসনারে কি দিয়ে ঢাকি গো
প্রেম যদি এ জীবনে দেয় তারে ফাঁকি গো
মারার আগেই যদি হয় গো মরণ
মারার আগেই যদি হয় গো মরণ
অপরাধী করোনা আমারে ও
অপরাধী করোনা আমারে~~
পান্থ এ মন সে তো মানেনা বারন
ফিরে ফিরে আসে তব দ্বারে ও
ফিরে ফিরে আসে তব দ্বারে।।
~~~~~~~~~~~~~~~~