menu-iconlogo
huatong
huatong
avatar

বেদের মেয়ে জোছনা আমাই কথা দিয়েছে

বাংলা গানhuatong
লিরিক্স
রেকর্ডিং
MSR এর পক্ষ থেকে সবাইকে জানাই

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

Lyrics and music bye

তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

বলো তুমি এখানে তে আসতে কতখন

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

Lyrics and music by

আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি

রান্না বাঁড়া রেখে আমি কেমন করে আসি

আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি

রান্না বাঁড়া রেখে আমি কেমন করে আসি

দাদারে দাদীরে আমি কি দিয়ে বুঝাই

কাঙ্খে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই

বেদের মেয়ে জোসনা আমায়

কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

কেমন তোমার মাতা পিতা

কেমন তোমার হিয়া

এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া

আরে চলো চলো চলো বন্ধু ঘরে ফিরে যায়

দাদা দাদী রে গিয়া নিরালায় বুঝায়

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমাই কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

বাংলা গান থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে