menu-iconlogo
huatong
huatong
avatar

আমার না যদি থাকে সুর

মান্নাদে/Manna Deyhuatong
Al_Farhan_Farhanhuatong
লিরিক্স
রেকর্ডিং
Hamid_C_F_S&sabinayasmin05

আমার না যদি থাকে সুর..

তোমার আছে..তুমি তা দেবে

তোমার গন্ধহারা ফুল..

আমার কাছে সুরভি নেবে..

এরই নাম প্রেম....

এরই নাম প্রেম..

এরই নাম প্রেম..

এরই নাম প্রেম..

জীবনে যা গৌরব হয়

মরণেও নেই পরাজয়..ও.....

জীবনে যা গৌরব হয়

মরনেও নেই পরাজয়..

চোখের স্মৃতির মনি দ্বীপ

মনের আলোয় কভু কি নেভে

এরই নাম প্রেম

এরই নাম প্রেম

এরই নাম প্রেম...

এরই নাম প্রেম

দুজনেই দুজনাতে মুগ্ধ

দুজনার বুকে কত সুন্দর

দুজনার গীতালীর ছন্দে..

তন্ময় দুজনার অন্তর

এর কাছে স্বর্গ-সুধার..

বেশী আছে মূল্য কি আর..ও...

এর কাছে স্বগ সুধার..

বেশী আছে মূল্য কি আর

আমার দেবতা সেও তাই..

প্রেমের কাঙাল পেয়েছি ভেবে

এরই নাম প্রেম

এরই নাম প্রেম

এরই নাম প্রেম..

এরই নাম প্রেম

মান্নাদে/Manna Dey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে