menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কোন পথে যে চলি /Hamid_WE

মান্নাদে/Manna Deyhuatong
Hamid___🆆🅴huatong
লিরিক্স
রেকর্ডিং
আমি কোন পথে যে চলি

কোন কথা যে বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরাগলি।

আমি কোন পথে যে চলি

কোন কথা যে বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরাগলি

@sabinayasmin05

সেই গলিতেই ঢুকতে গিয়ে

হোঁচট খেয়ে দেখি

বন্ধু সেজে বিপদ আমার

দাঁড়িয়ে আছে একি

সেই গলিতে ঢুকতে গিয়ে

হোঁচট খেয়ে দেখি

বন্ধু সেজে বিপদ আমার

দাঁড়িয়ে আছে একি

ভয়েরই খাড়াতে হয়ে গেলাম

পাঁঠা বলি

ভয়েরই খাড়াতে হয়ে গেলাম

পাঁঠা বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরাগলি

আমি কোন পথে যে চলি

কোন কথা যে বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরাগলি

@Hamid_WE

এখন আমি লেঙ্গচে মরি

হুঁ ওরে বাবা লেঙ্গচে মরি

পালিয়ে যাওয়ার রাস্তা ধরি

হয়তো মনের দরজা খুলে

তুমিও ছিলে বসে

ভেস্তে গেল সুন্দরীগো

সবই কপাল দোষে

হয়তো মনের দরজা খুলে

তুমিও ছিলে বসে

ভেস্তে গেল সুন্দরীগো

সবই কপাল দোষে

করেছি কি ভুল নিজেই নিজের

দু’কান মলি

করেছি কি ভুল নিজেই নিজের

দু'কান মলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরা গলি

আমি কোন পথে যে চলি

কোন কথা যে বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে

বেড়াই মনের চোরা গলি

মান্নাদে/Manna Dey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে