menu-iconlogo
huatong
huatong
avatar

কে প্রথম কাছে এসেছি

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
লিরিক্স
রেকর্ডিং
কে প্রথম কাছে এসেছি

কে প্রথম চেয়ে দেখেছি

কিছুতেই পাই না ভেবে

কে প্রথম ভালোবেসেছি

তুমি না আমি

কে প্রথম কাছে এসেছি

কে প্রথম চেয়ে দেখেছি

কিছুতেই পাই না ভেবে

কে প্রথম ভালোবেসেছি

তুমি না আমি

ডেকেছি কে আগে

কে দিয়েছি সাড়া

কার অনুরাগে

কেগো দিশাহারা

ডেকেছি কে আগে

কে দিয়েছি সাড়া

কার অনুরাগে

কেগো দিশাহারা

কে প্রথম মন জাগানোর

সুখে হেসেছি

তুমি না আমি

কে প্রথম কাছে এসেছি

কে প্রথম চেয়ে দেখেছি

কিছুতেই পাই না ভেবে

কে প্রথম ভালোবেসেছি

তুমি না আমি

কে প্রথম কথা দিয়েছি

দু'জনার এ দু'টি হৃদয়

একাকার করে নিয়েছি

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া

একই অনুভবে একই গান গাওয়া

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া

একই অনুভবে একই গান গাওয়া

কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি

তুমি না আমি

মান্না দে Manna Dey,Prabhas Dey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে