menu-iconlogo
huatong
huatong
avatar

দ্বীপ ছিলো শিখা ছিলো

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
লিরিক্স
রেকর্ডিং
----------

Track Upload JOYNATH Room ID 185646(16/04/2023)

শিরোনামঃ দ্বীপ ছিল শিখা ছিল,

কথা-পুলক বন্দোপাধ্যায়

কন্ঠঃ মান্না দে, সুরঃ-প্রভাস দে (১৯৮১)

দ্বীপ ছিলো শিখা ছিলো

শুধু তুমিই ছিলে না বলে

আলো জ্বললো না

ভাষা ছিল কথা ছিল

কাছে ডাকলে না বলে মন

কথা বললো না।

দ্বীপ ছিলো শিখা ছিলো

----------

কন্ঠঃ মান্না দে, সুরঃ-প্রভাস দে (১৯৮১)

ঝর্না কেমনে হয় নদী ~~~~

ঝর্না কেমনে হয় নদী ~~~~

সাগর না ডাকে কভু যদি

তাই যেতে যেতে থামলো সে

বয়ে চল~~~লো না

কাছে ডাকলে না বলে মন

কথা বললো না।

দ্বী~~প ছিলো শিখা ছিলো

----------

Track Upload JOYNATH Room ID 185646(16/04/2023)

বুক ভরা আশা নিয়ে

মন আমা~~~র

শুধু শুধু কাছে এলো

পারলো না দিতে কিছু উপহার

যে মালার ফুল গেছে ঝোরে~~~

যে মালার ফুল গেছে ঝোরে~~~

রেখেছি সে ফু~~ল বুকে করে

তাই এই ফুল রয়ে গেলো

কেউ তুল~~লো না

কাছে ডাকলে না বোলে মন

কথা বল~~লো না

দ্বী~~প ছিলো শিখা ছিলো

শুধু তুমিই ছিলে না বলে

আলো জ্বললো না

ভাষা ছিলো কথা ছিলো

কাছে ডাকলে না বলে মন

কথা বললো না।

দ্বীপ ছিলো শিখা ছিলো ।।

----------

মান্না দে Manna Dey,Prabhas Dey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে