menu-iconlogo
huatong
huatong
avatar

খুঁজে ছি তোকে রাখবে রাতে

রবিনhuatong
꧁💞R🌹A🌹B🌹I🌹N💞꧂🅗🅐🅛🅓🅘🅐huatong
লিরিক্স
রেকর্ডিং
খুঁজেছি তোকে রাত বেরাতে,

জলেনি আলো স্বপ্নে।

লুকিয়ে চিঠি তোকে লেখা,

তুলে রেখেছি যত্নে।

মনের অলি গলি, হয়ে কেন পালালি,

রাতেও মরিচিকা দেখছি একা একা।

গিয়েছে ঘুম, উড়ে বুক, পুড়ে ছাই উড়ে,

ট্রালা লা লা লা।

ও হো হো হো ....

খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি,

ভোরের তরীতে চড়ে কাল কেউ আসে যদি।

মনের অলি গলি, হয়ে কেন পালালি।

রাতেও মরিচিকা দেখছি একা একা।

গিয়েছে ঘুম, উড়ে বুক, পুড়ে ছাই উড়ে,

ট্রালা লা লা লা।

ও হো হো হো ....

রবিন থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে