menu-iconlogo
huatong
huatong
avatar

গুমের ঘরে স্বপনে দেখি

শরিফ উদ্দিনhuatong
লিরিক্স
রেকর্ডিং
ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা

ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা.এ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা..এ

ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা,

ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা..এ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা..এ

যার জন্য যার মায়া বেশি..

তারে ভাবে বেশি বেশি..এ এ

নির্জন কাননে বসি.........

সঙ্গে কেহো থাকে না

যার জন্য যার মায়া বেশি,এ

তারে ভাবে বেশি বেশি,,এ এ

নির্জন কাননে বসি.........

সঙ্গে কেহো থাকে না

এই জ্বালা আর প্রানে সয়না

এই জ্বালা আর প্রানে সয়না

আর ব্যথা দিও না

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা..এ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা,এ

প্রেমে হাসায়,প্রেমে কাঁদায়..এ

প্রেমে রাখে ফুল বিছানায়,,গো

প্রেম করিয়া ছাইড়া গেলে...

পাগলপুর হয় ঠিকানা

প্রেমে হাসায়,প্রেমে কাঁদায়..

প্রেমে রাখে ফুল বিছানায়,,গো

প্রেম করিয়া ছাইড়া গেলে.......

পাগলপুর হয় ঠিকানা

শরিফ তারে ধরতে গেলে

শরিফ তারে ধরতে গেলে

কেন ধরা দেয় না

(2)প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা

ঘুমের ঘরে স্বপনে দেখি প্রাণবন্ধুর আনাগোন

ঘুমের ঘরে স্বপনে দেখি প্রাণবন্ধুর আনাগোন

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা.,এ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা এ

ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা

ঘুমের ঘরে স্বপনে দেখি

প্রাণবন্ধুর আনাগোনা

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা,,এ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা..এ

শরিফ উদ্দিন থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে