ℬ Ꮶ ⃟Ã?㟼?
নিঃসঙ্গতা এই মনের বনে
তারা ভরা রাত জেগে ভোর হয়েছে
রাতের পড়ে দিন বিকেল শেষে
নীড় হারা পাখি সব ঘরে ফিরেছে
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
নিঃসঙ্গতা এই মনের বনে
তারা ভরা রাত জেগে ভোর হয়েছে
রাতের পড়ে দিন বিকেল শেষে
নীড় হারা পাখি সব ঘরে ফিরেছে
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না।
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলেনা
লতিকায় বাঁধা ছিল কাটা ভরা ফুল
সুবাস সুরভী ধানে করেছি কি ভুল
লতিকায় বাঁধা ছিল কাটা ভরা ফুল
সুবাস সুরভী ধানে করেছি কি ভুল
পাড়িনি রাখিতে তোমায় ধরে এ বুকে শ্রাবনের মত জল জ্বরেছে চোখে
আমি কাদিতে আর পাড়ি না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
নিশিতে নিরব রাতে নেমেছে আধার
কেন জানি এই মন করে হাহা কার
নিশিতে নিরব রাতে নেমেছে আধার
কেন জানি এই মন করে হাহা কার
চাওয়া পাওয়ার মাঝে হল বিনিময়
হয় তো আসিবে তুমি মনে জাগে ভয়
আমি যদি গো আর বাঁচি না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
বিডি স্টার সিঙ্গার ফ্যামিলি
jibon ?,?,?
নিঃসঙ্গতা এই মনের বনে
তারা ভরা রাতে জেগে ভোর হয়েছে রাতের পরে দিন বিকেল শেষে
নীড় হারা পাখি সব ঘরে ফিরেছে
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না
কেন তুমি ফিরে এলে না