ছেলেঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
জনমো জনম ধরে মাগো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
মেয়েঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
জনমো জনম ধরে মাগো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
ছেলে/মেয়েঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
মেয়েঃ তুমি ব্যথা পেলে
মোরা বড় ব্যথা পাই
ছেলেঃ তুমি সুখে থাকো
শুধু এই টুকু চাই
মেয়েঃ তোরা বড় হবি
আমি এই দোয়া চাই
এই পৃথিবীতে আর কিছু চাওয়া নাই
ছেলেঃ বুক চিরে যদি দেখাতে পারিতাম
এ বুকে লেখা আছে আমারি মায়ের নাম
মেয়েঃ এ বুকে লেখা আছে আমারি মায়ের নাম
ছেলেঃ ওগো মা তুমি শুধু মা
মেয়েঃ পৃথিবীতে নেই তুলনা
মাগো তোমার ঋণ
কভু শোধ হবে না
ছেলেঃ তুমি হারিয়ে গেলে
মোরা বাঁচবো না
মেয়েঃ তোরা থাকবি আমার
এই বুক জুড়ে
স্নেহ মমতা দিয়ে
আমি রাখবো ধরে
ছেলেঃ খোদার পরে মায়ের আসন
সকলে তা জানে
রাখবো তোমায় মোরা
মনের সিংহাসনে
মেয়েঃ রাখবো তোমায় মোরা মনের সিংহাসনে
ছেলেঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
জনমো জনম ধরে মাগো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
মেয়েঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
জনমো জনম ধরে মাগো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো
ছেলে/মেয়েঃ ওগো মা তুমি শুধু মা
পৃথিবীতে নেই তুলনা
ওগো মা তুমি শুধু মা
ওগো মা তুমি শুধু মা