গানঃ ইশারায় শিষ দিয়ে
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
Orient Singer Site
ROOM ID: 117433 & 121563
========================
ইশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে
আমাকে দেখো না
লাজে মরি, মরি, মরি গো।
ইশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে
আমাকে দেখো না
ষোলটি বছর পার হয়েছে
বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে কখন
এখন আমি কী করি
লাজে মরি, মরি, মরি গো।
ইশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে
আমাকে দেখো না
না পারি রইতে
না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে
এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে
দুজনেই ডুবে মরি
লাজে মরি, মরি, মরি গো।
ইশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে
আমাকে দেখো না
লাজে মরি, মরি, মরি গো।
ইশারায় শিষ দিয়ে
আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে
আমাকে দেখো না
>>>>ধন্যবাদ<<<<