গানঃ জানি না সে হৃদয়ে
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
Orient Singer Site
ROOM ID: 117433 & 121563
==========================
ও হো হো আ হা হা আ হা হা
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রানের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রানের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
ও হো হো আ হা হা আ হা হা
আকাশে দেখি কত স্বপ্ন
মেঘে মেঘে আনে মায়া লগ্ন।
আকাশে দেখি কত স্বপ্ন
মেঘে মেঘে আনে মায়া লগ্ন।
পাখির কাকলিতে বুঝি সে আজ
পাখির কাকলিতে বুঝি সে আজ।
কত কথা বলে গিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রানের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
ও হো হো আ হা হা আ হা হা
আমায় সে চায় তবু চায় না
তারে কেন ধরে রাখা যায় না?
আমায় সে চায় তবু চায় না
তারে কেন ধরে রাখা যায় না?
জীবন মরণেতে আমি যে তার।
জীবন মরণেতে আমি যে তার।
সে কী তবে জেনে নিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রানের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে
ও হো হো আ হা হা আ হা হা
ও হো হো আ হা হা আ হা হা
>>> THANKS <<<