ভেবে নিও,,আসিফ আকবর
আপলোড,, RUMAN.W.OF.M
ভেবে নিও,পথে যেতে যেতে তোমার
দেখা হয়েছিলো কারো সাথে
কিছু দূর তুমি
হেটে ছিলে পাশাপাশি হাত রেখে কারো হাতে
আজ দু,জনেই আবার
যে যার পথে যাবো চলে
আজ দু,জনেই আবার
যে যার পথে যাবো চলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
ভেবে নিও,পথে যেতে যেতে তোমার
দেখা হয়েছিলো কারো সাথে
আপলোড,, RUMAN.W.OF.M
আমি জানি কারো জন্য কারো কিছু
থেমে থাকে না, আমি জানি
আমি জানি কথা দিয়ে কেউ তো আর
কথা রাখেনা আমি জানি
তবু কেনো যে আবার বুকের ভেতর শুধু জ্বলে
তবু কেনো যে আবার বুকের ভেতর শুধু জ্বলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
ভেবে নিও,পথে যেতে যেতে তোমার
দেখা হয়েছিলো কারো সাথে
আপলোড,, RUMAN.W.OF.M
আমি জানি হয়তো জীবনে আর
দেখা হবেনা, আমি জানি
আমি জানি এই সূতি বেশি দিন
মনে রবেনা, আমি জানি
যুদি পারো গো আবার ফিরে এসো কোনো ছলে
যুদি পারো গো আবার ফিরে এসো কোনো ছলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে
ভেবে নিও,পথে যেতে যেতে তোমার
দেখা হয়েছিলো কারো সাথে
কিছু দূর তুমি
হেটে ছিলে পাশাপাশি হাত রেখে কারো হাতে
আজ দু,জনেই আবার
যে যার পথে যাবো চলে
আজ দু,জনেই আবার
যে যার পথে যাবো চলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
তুমি কেঁদোনা আর কেঁদোনা
আমার কথা মনে হলে
ভেবে নিও,পথে যেতে যেতে তোমার
দেখা হয়েছিলো কারো সাথে
রোমান_=_=_= <<