যতবার চেয়েছি,,আসিফ আকবর
আপলোড RUMAN.W.OF.M
যতবার জানাতে চেয়েছি তোমায়
যতবার বুঝাতে চেয়েছি হৃদয়,,,
আমি পারিনি বলতে তোমায়
আমি পারিনি বলতে তোমায়
কখনো তোমাকে শুনাতে পারিনি
কখনো তোমাকে বুঝাতে পারিনি
বুকে জমা কথা আমারি,,
তোমাকেই ভালোবাসি
আমি তোমাকেই ভালোবাসি
আপলোড RUMAN.W.OF.M
মনেরই কথা কে বলবে আগে
সেই দ্বিধা দ্বন্দ্বে তুমি কি ছিলে
হো,মনেরই কথা কে বলবে আগে
সেই দ্বিধা দ্বন্দ্বে তুমি কি ছিলে
জানতে বড় স্বাদ হয়
ভালো কি বাসো আমায়,,
ভালো কি বাসো আমায়
আপলোড RUMAN.W.OF.M
তুমি কি আমাকে কখনো ভাবো
সন্ধ্যা তারার আলোয় আমাকে খোঁজে
হো,,তুমি কি আমাকে কখনো ভাবো
সন্ধ্যা তারার আলোয় আমাকে খোঁজে
জানতে বড় স্বাদ হয়
ভালো কি বাসো আমায়,,
ভালো কি বাসো আমায়
যতবার জানাতে চেয়েছি তোমায়
যতবার বুঝাতে চেয়েছি হৃদয়
আমি পারিনি বলতে তোমায়
আমি পারিনি বলতে তোমায়
আমি পারিনি বলতে তোমায়
তুমি ভালো কি বাসো আমায়
RUMAN