menu-iconlogo
huatong
huatong
abdul-jabbar--cover-image

তুমি কি দেখেছো কবু

Abdul Jabbarhuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি কি দেখেছো কবু, জিবনের পরাজয়

দুখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু, জিবনের পরাজয়

দুখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়

দুখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু, জিবনের পরাজয়

দুখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কার নয়

দুখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু, জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু

Abdul Jabbar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে