menu-iconlogo
huatong
huatong
avatar

কবিতা আয় ছেলেরা আয় মেয়েরা

Andrew/kanakhuatong
লিরিক্স
রেকর্ডিং
মঈন চৌধুরী

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

মঈন চৌধুরী

দিনে সেথায় গুমিয়ে থাকে লাল সালুকের ফুল

রাতের বেলা চাঁদের সনে হেঁসে না পাই কুল

দিনে সেথায় গুমিয়ে থাকে লাল সালুকের ফুল

রাতের বেলা চাঁদের সনে হেঁসে না পাই কুল

রাতের বেলা জোনাক জ্বলে বাঁশ বাগানের ছায়

শিমুল গাছের ডালে বসে ভোরের পাখি গায়

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

মঈন চৌধুরী

ঝড়ের দিনে মামার দেশে আম কুঁড়াতে সুখ

পাকা জামের মধুর রসে রঙ্গিন করি মুখ

ঝড়ের দিনে মামার দেশে আম কুঁড়াতে সুখ

পাকা জামের মধুর রসে রঙ্গিন করি মুখ

কাঁদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে

ছেলে মেয়ে আয় ছুটে যাই মামার দেশে চলে

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

মামার বাড়ী যাই

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই

ধন্যবাদ

Andrew/kanak থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে