menu-iconlogo
huatong
huatong
anupam-roy-ami-ki-tomay-khub-birokto-korchi-cover-image

Ami ki tomay khub birokto korchi

Anupam Royhuatong
Jîtü_Måîtÿhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতে পারো তা আমায়

হয়তো আমার কোনো প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোণায়

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতে পারো তা আমায়

হয়তো আমার কোনো প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোণায়

তুমি বলে দিতে পারো তা আমায়

চিঠি লিখবো না ঐ ঠিকানায়

আমারও তো মন ভাঙে

চোখে জল আসে

আর অভিমান আমারও তো হয়

অভিমান আমারও তো হয়

যদি এই মুঠো ভরা শিউলি ফুল

যদি এই খুলে রাখা কানের দুল

লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে

সম্মতি দাও, আমি যাই ছেড়ে

এত কথা বলি

পাখি হয়ে উড়ে যায় সব

তোমাকেই ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একই পথ দিয়ে

কই তোমার তো চোখে পড়ে না

এত কথা বলি

পাখি হয়ে উড়ে যায় সব

তোমাকেই ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একই পথ দিয়ে

কই তোমার তো চোখে পড়ে না

তাহলে কি আমি কেউ নই

যেন অজানা ভাষায় লেখা বই

আমারও তো মনে হয়

মাঝে মাঝে ছুঁয়ে দেখি

সুযোগ টা পাচ্ছি কই

আমি সুযোগ টা পাচ্ছি কই

যদি মুঠো ভরা শিউলি ফুল

যদি খুলে রাখা কানের দুল

লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে

সম্মতি দাও, আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি...

Anupam Roy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে