menu-iconlogo
huatong
huatong
avatar

17 Prishtha

Asheshuatong
লিরিক্স
রেকর্ডিং
হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

লালালা লালালা লালালা লালা

লালালা লালালা লালালা লালা

আজ আমার মন ভাল নেই!

কি যেনো কি হয়ে গেছে আমার

সারাটা আকাশ তারার মেলায়

লাগছেনা ভালো অসুখটা আর

আজ আমার মন ভালো নেই।

কথা সব শেষ হয়ে গেছে

নাকি শেষ তুমি করেছিলে?

লাগছে না ভালো জীবনটা আর

আজ আমার মন ভালো নেই!

হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

লালালা লালালা লালালা লালা

লালালা লালালা লালালা লালা

আজ আমার মন ভালো নেই!

Ashes থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে