menu-iconlogo
huatong
huatong
atif-ahmed-niloy--cover-image

প্রিয়া রে প্রিয়া রে

Atif Ahmed Niloyhuatong
লিরিক্স
রেকর্ডিং
প্রিয়া রে,,প্রিয়া রে,, এ এ

কাঁদে এই হিয়ারে,,

প্রিয়া রে,, প্রিয়া রে,,এ

কাঁদে এই হিয়ারে,,

মিউজিক

ভালোবাসা কেনো এতো অসহায়..

বুকে প্রেম মনে আশা নিভে যায়..

ভালোবাসা কেনো এতো অসহায়..

বুকে প্রেম মনে আশা নিভে যায়..

এই পথে,আজ আছি একি সাথে.

কাটে যদি মাঝ পথে

দূরে যেতে হয়

প্রিয়া রে, প্রিয়া রে,,প্রিয়া রে,

কাঁদে মন কাঁদে এই হিয়ারে..

প্রিয়া রে,,প্রিয়া রে,, এ

কাঁদে এই হিয়ারে...

ভালোবাসা নয় কোনো অপোরাধ..

তবু কেনো নিরাশায় কাটে রাত..

ভালোবাসা নয় কোনো অপরাধ..

তবু কেনো নিরাশায় কাটে রাত..

দিলো ব্যাথা আঁধারের নিরবতা..

মনে জাগে আকুলতা

মেঘে ঢাকে চাঁদ...

প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে.

কাঁদে মন কাঁদে এই হিয়ারে

প্রিয়া রে,, প্রিয়া রে,, এ

কাঁদে এই হিয়ারে..

প্রিয়া রে,, প্রিয়া রে,, এ

কাঁদে এই হিয়ারে..

একমাত্র ভালবাসা,শ্রদ্ধা ও স্নেহ

দিয়ে সু সম্পর্ক গড়ে তোলা যায়

গানটি ভাল লাগলে,গান

শেষে অবশ্যই লাইক দিবেন

ভালোবাসা মিছে নয় অভিনয়..

কাল যদি তবু ভুল মনে হয়..

ভালোবাসা মিছে নয় অভিনয়..

কাল যদি তবু ভুল মনে হয়..

ঘর ছেড়ে চলে এসে এতো

দুরে

প্রেম যেনো খুজে ফেরে

তাঁর পরিচয়..

প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে..এ

কাঁদে মন কাঁদে এই হিয়ারে

প্রিয়া রে,, প্রিয়া রে,, এ

কাঁদে এই হিয়ারে..

Atif Ahmed Niloy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে