কথা রাখতে নেই
পিছু ডাকতে নেই
পিছনে ফেরেনাতো কেউ
ফিরে শুধু আসে বারেবারে ঢেউ
পাবেনা আসল কোন হৃদয়
আসলেতো বন্ধু কেউ নয়
এ যেন অন্য রকম জীবন
স্বার্থের কাছে বন্দী মন
এ যেন অন্য রকম জীবন
স্বার্থের কাছে বন্দী মন
কাছে আসতে নেই
ভালবাসতে নেই
বাড়বে দুঃখ কেবল
ভালোবাসা সবই যে নকল
মুখোশে ঢাকা ওই মানুষ
কি হবে দেখে আর ফানুস
কেউতো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দি মন
কেউতো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দি মন
আশা থাকতে নেই
ছবি আঁকতে নেই
ছলনা করা সবই মন
ছলনাময়ী এই ভুবন
ভেবেছো কাছের যাকে
পাবেনাতো কষ্টে তাকে
কেউতো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দি মন
কেউতো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দি মন
উ ……উ উ উ…..উ……..
কেউতো নয় আপন
কেউতো নয় আপন…..
কাছে আসতে নেই