আশায় আশায় দিন আমার…..
কেনো যে আর কাটে না
তোমার আশায় মন আমার….
শুধু কেঁদে কেঁদে যায়
একটু আশার আলো পাবো তোমাকে পেলে
হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেড়ে
এ আবার আমি বেঁচে যাবো
আশায় আশায় দিন আমার…..
তোমাকে হারাবার পর হয়ে গেছি আমি
অপরিচিত কেউ দাঁড়ি গোফ জমা এত মানুষ
তোমাকে ফিরে পাবো এই আশা নিয়ে আামি
আজো বেঁচে আছি এখনেো বরাবর
একটু আশার আলো পাবো তোমাকে পেলে
হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেড়ে
এ আবার আমি বেঁচে যাবো
আশায় আশায় দিন আমার…..
কি যানি কি এক ভয় তাঁড়িয়ে বেড়ায় আমাকে
আমি হিন তুমি যদি ফিরে আর না আসো
তোমাকে ফিরে পাবো এই আশা নিয়ে আমি
আজো বেঁচে আছি এখনো সারা বেলা
একটু আশার আলো পাবো তোমাকে পেলে
হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেরে
এ আবার আমি বেঁচে যাবো
আশায় আশায় দিন আমার…..
কেনো যে আর কাটে না
তোমার আশায় মন আমার….
শুধু কেঁদে কেঁদে যায়
একটু আশার আলো পাবো তোমাকে পেলে
হতাশা গুলো যাবে তখনি আমাকে ছেরে
এ আবার আমি বেঁচে যাবো ………
এ আবার আমি বেঁচে যাবো ………
আশায় আশায় দিন আমার…..
আশায় আশায় মন আমার….