menu-iconlogo
huatong
huatong
avatar

এক নজর না দেখিলে বন্ধু Ek Nozor Na Dekhile

Baby Nazninhuatong
লিরিক্স
রেকর্ডিং
এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়

এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়

পাশে তোমায় না পাইলে বন্ধু

দম যেন মোর যায়

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও তুমি বিনা বাঁচি না...

ও তুমি বিনা বাঁচি না...

ও তুমি বিনা নাই নাই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে।

দুনিয়াটা প্রেমেরই কারখানা

হাজার হাজার জ্বলে প্রেমও জ্বালা

যুগে যুগে বেঁচে থাকে ভালবাসা

সবাই বলে প্রেম সর্বনাশা

ভালোবাসা জানি না বন্ধু

প্রেম কারে কয়

তুমি আমার জীবন রে বন্ধু

তুমি আমার জয়

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে...

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি বিনা নাই নাই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে।

দুঃখ সুখের এই ভবের মেলায়

নিঃস্ব হয়ে যায় রাজার রাজায়

মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া

আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া

অপবাদ আমি জানি না বন্ধু

কলঙ্ক কারে কয়

তুমি আমার মরণ রে বন্ধু

তুমি আমার ক্ষয়

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি বিনা নাই নাই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়

এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়

পাশে তোমায় না পাইলে বন্ধু

দম যেন মোর যায়

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি ছাড়া বাঁচি না

ও তুমি বিনা নাই নাই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে।

ধন্যবাদ

Baby Naznin থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে