menu-iconlogo
huatong
huatong
avatar

Bondi Charidike

BAGDHARAhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার মন আকাশে উড়ে

বাতাসে নড়ে নড়ে

আমার মন গিটারের সুরে

বাহিরে ঘুরে ঘুরে

আমি বন্দী চারিদিকে

অন্য এক খেয়ালে

ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে

আমার অন্তরালে

আমি বন্দী চারিদিকে

সুরে সুরে ঘুরে ঘুরে

সুরে সুরে ঘুরে ঘুরে

আমি বন্দী কোনো পাখি

জানালায় মেঘ দেখি

আমি সুখী আমি সুখী

যখন নিজেকে (পাখি) ভাবি

অন্য এক খেয়ালে

ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে

আমার অন্তরালে

সুরে সুরে ঘুরে ঘুরে

সুরে সুরে ঘুরে ঘুরে

আমি দাঁড়িয়ে ব্যাচেলর ছাঁদে

ঝরে পড়ি পাতার ফাঁকে

চার-পাঁচটা চিল উড়ে

আমি বন্দী চারিদিকে

অন্য এক খেয়ালে

ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে

আমার অন্তরালে

সুরে সুরে ঘুরে ঘুরে

সুরে সুরে ঘুরে ঘুরে

আমি দাঁড়িয়ে ব্যাচেলর ছাঁদে

আমার মাথার ভেতরে।

সুরে সুরে ঘুরে ঘুরে

সুরে সুরে ঘুরে ঘুরে।

BAGDHARA থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে