এত ভেবো না তুমি, এত ভেবো না
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
কিছুদিন পরেই চলে যাবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে
বৃষ্টির ফোঁটাতে, বৃষ্টির ফোঁটাতে
একাকীত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
কিছুদিন পরেই চলে যাবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে
একদিন হারাবে, একদিন হারাবে
হারাতে হারাতে তুমি নিঃস্ব হয়ে যাবে
তারপরে কী হারাবে
তোমার উদাসী মনে যত স্বপ্ন বয়ে চলে
তারে কি আর পাওয়া যায়
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
কিছুদিন পরেই চলে যাবে
এত ভেবো না তুমি, এত ভেবো না
বেশি ভাবলেই মরণ হবে