menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি আকাশ পথে যদি আমায় হারাতে

তুমি নদীর স্রোতে যদি আমায় ভাসাতে

তুমি সকালবেলার রোদে আমায় ঘুম ভাঙাতে

তুমি বিকেলবেলার নীলে আমায় রাঙাতে

আমি যেতে চাইনা ঐ আকাশে

যদি হারানোর ভয় থাকে তোমাকে

আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে

তবু কেন তুমি ভেসে যাও ওপারে

তুমি আমার হাতের আঙুল ধরে রাখতে

তুমি আমায় সীমাডোরে বেঁধে রাখতে

তুমি লুকোচুরি খেললে কেঁদে ফেলতে

তুমি আমার বুকে তোমায় গেঁথে রাখতে

আমি যেতে চাইনা ঐ আকাশে

যদি হারানোর ভয় থাকে তোমাকে

আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে

তবু কেন তুমি ভেসে যাও ওপারে

আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে

তবু কেন তুমি ভেসে যাও ওপারে

BAGDHARA থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে