আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
arrange shymoon
to get more song,search shymoonkhan
without space
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
তোমারে পুষিলাম কত আদরে
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে