যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার
মন মজালে ওরে বাউলা গান
Uploaded by Shydur Rahman
অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া
মন মানেনা তোমায় ছাড়া
তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান
আমার
মন মজালে ওরে বাউলা গান
Uploaded by Shydur Rahman
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি
এস্কে দিল-দরিয়ার পানি
ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান
আমার
মন মজালে ওরে বাউলা গান
যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার
মন মজালে ওরে বাউলা গান
Uploaded by Shydur Rahman