menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-shua-chan-pakhi-cover-image

সোয়া চাঁন পাখি Shua Chan Pakhi |

Bari Siddiquihuatong
লিরিক্স
রেকর্ডিং
সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি...

তুমি আমি জনম ভরা

ছিলাম মাখামাখি

তুমি আমি জনম ভরা

ছিলাম মাখামাখি

আজ কেন হইলে নীরব

মেলো দুটি আঁখিরে পাখি...

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

বুলবুলি আর তোতা ময়না

কত নামে ডাকি তোরে

কত নামে ডাকি

শিকল ভেঙ্গে চলে গেলে

কারে লইয়া থাকি রে পাখি...

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

তোমার আমার এই পিরিতি

চর্ন্দ্র সূর্য্য সাক্ষী

তোমার আমার এই পিরিতি

চর্ন্দ্র সূর্য্য সাক্ষী

হঠাত করে চলে গেলে

বুঝলাম না চালাকি রে পাখি...

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

Bari Siddiqui থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে