menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-bhaber-deshe-thako-konna-cover-image

Bhaber deshe thako konna

Bari Siddiquihuatong
লিরিক্স
রেকর্ডিং
ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা

ভাবের দেশেই বাড়ি

আমারে বানায় বা নি তোমার ,

প্রেমেরি কানডারি

আমারে বানায় বা নি তোমার ,

প্রেমেরি কানডারি ,

ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা

ভাবের দেশে বাড়ি

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি ,

আমারে বানায় বা নি তোমার ,

প্রেমেরি কানডারি ,।

উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও ,

পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও

উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও ,

পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও

তবু তোমার সাথে রাখো গো কন্যা

নাহি ছাড়া ছাড়ি ,

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি ,

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি ,।

দূরে চলে যেতে যেতে যতোই দূরে যাও

তোমার সাথে আমায় রে বন্ধু সংগে কইরা নাও

দূরে চলে যেতে যেতে যতোই দূরে যাও ,

তোমার সাথে আমায় রে বন্ধু সংগে কইরা নাও

কথা যদি নাহি শোনো,গো কন্যা

তোমার সাথে আড়ি

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি

ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা

ভাবের দেশে বাড়ি

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি

আমারে বানায় বা নি তোমার

প্রেমেরি কানডারি ,

Bari Siddiqui থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে