menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
কোন দরিয়ার তুফান ডরাই

শুধায় কতজনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই

শুধায় কতজনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই

শুধায় কতজনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

প্রাণের সখী, মনের আশা

পিরিতগুলো পাখির বাসা

প্রাণের সখী, মনের আশা

পিরিতগুলো পাখির বাসা

বাঁধন বড় কঠিন নেশা

বাঁধন বড় কঠিন নেশা

বিষায় ক্ষণে ক্ষণে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

দেশের এপার ওপার কোথায়

ললাটে জাত লেখা কোথায়

দেশের এপার ওপার কোথায়

ললাটে জাত লেখা কোথায়

গতর খাটার কদর কোথায়

গতর খাটার কদর কোথায়

ক্ষুধার টানই জানে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই

শুধায় কতজনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ

ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ

chirkut/Chakropani Dev থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

chirkut/Chakropani Dev-এর Ghor Badhi Kemone - লিরিক্স এবং কভার