menu-iconlogo
huatong
huatong
avatar

Duniya - Kanta's Library

chirkuthuatong
Singing_Lover_🎤🎤🎤🎤🎤🎤huatong
লিরিক্স
রেকর্ডিং
যা দেখছো তা তা না,

সব দেখাই জানা না,

এক দুনিয়া, ফানা ফানা,

আরেক দুনিয়া যাওয়া মানা...

জগতে জনমে যাহারে মিলায় না,

তাহারে খুঁজিতে মন ধরে শুধু বায়না...

না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,

আমার কি দোষ খালি পাপ জমাই...

না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,

আমার কি দোষ খালি পাপ জমাই...

তোমার মাঝে অন্য কেউ বাজে,

আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে...

তারে তুমি দেখিতে চাওনা,

লুকোচুরিতে নিজেরেই পাওনা...

না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,

আমার কি দোষ খালি পাপ জমাই...

না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,

আমার কি দোষ খালি পাপ জমাই...

chirkut থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে