এরই নাম ভালবাসার জয়
Upload<>by>< DBDS>
যদি এক হয় দুটি মন
ভালবাসার নেই মরন
ভালবাসার নেই রে ক্ষয়।
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
যদি এক হয় দুটি মন
ভালবাসার নেই মরন
ভালবাসার নেই রে ক্ষয়।
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
Room\id\ 2784800>>>>>
যার মনে প্রেম নেই রে
সে জানে কি প্রেমের কথা ?
কখনো মনে আসে শান্তি
কখনো যে দেয় ব্যথা।
Dark<=> BD<=>Songs>
ও ও যার মনে প্রেম নেই রে
সে জানে কি প্রেমের কথা
কখনো মনে আসে শান্তি
কখনো যে দেয় ব্যথা।
এই দুনিয়াকে বলে যাই
প্রেমের মত কিছুই নাই
ভালবাসার মানুষগুলোয় কয়
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
~follow~DBDS~logo
লোকের কথায় আসে যায় না
আমার মনে শান্তি চাই রে।
তোমার আমার প্রেম যেন
থাকে সারা জীবনে।
~follow~DBDS~logo
ও ও লোকের কথায় আসে যায় না
আমার মনে শান্তি চাই রে।
তোমার আমার প্রেম যেন
থাকে সারা জীবনে।
এই দুনিয়াকে বলে যাই
প্রেমের মত কিছুই নাই
ভালবাসার মানুষগুলোয় কয়
এরই নাম ভালবাসার জয়!
এরই নাম ভালবাসার জয়!
যদি এক হয় দুটি মন
ভালবাসার নেই মরন
ভালবাসার নেই রে ক্ষয়।
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
এরই নাম ভালবাসার জয়।
<<<<<<<
>>>>