আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছেই হাঁটা
আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছেই হাঁটা
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
নদীর বুকে দালান-কোঠা
তোমার মুখে তালা আঁটা
নদীর বুকে দালান-কোঠা
তোমার মুখে তালা আঁটা
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
গানে গানে হচ্ছে কথা
তাবিজ-কবজ সবই বৃথা
গানে গানে হচ্ছে কথা
তাবিজ-কবজ সবই বৃথা
বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না
গানপোকা চেঁচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না
গানপোকা চেঁচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না