আমি পুড়তে পুড়তে
হইলাম সাড়া
আমার কলিজায় আঙ্গার,আর সখি আমি
প্ৰেম আগুনে পোড়া
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
বৃক্ষের ও দরদীরে আছে,
বাতাসে দেয় নাড়া..আ...আ
বৃক্ষের ও দরদীরে আছে,
বাতাসে দেয় নাড়া...
ওরে মুই অভাগি নাই দরদি রে..
ওরে মুই অভাগি নাই দরদি রে..
প্রানো বন্ধু ছাড়া রে সখি , আমি প্রেম আগুনে পোড়া
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
ওরে-পাখিরও আপনরে আছে
পালে দেয় রে উড়াল....আ..আ
ওরে-পাখিরও আপন আছে গো..
পালে দেয় রে উড়াল....
ওরে না জানি কোন অভিশাপে
না জানি কোন অভিশাপে রে..
আমি বন্ধু হারারে সখি আমার
প্রেম আগুনে পোড়া...
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
ও~~~দয়া ময়........
ও-ও-ও....দয়াল....রে
ও-ও- দরদী.....
ও-ও-ও....দয়াল....রে
ওরে-প্রাণ থাকিতে,পানে বন্ধুরে
নাইবা দিলা ধরা......আ..আ
এই/তোমার প্রেমে/এত যে মধুময়
নাইবা দিলা ধরা... ওরে,আমার
তোমার ভুলের সেল লইয়া....
তোর প্রেমের সেল...বুকে লইয়া নেশা
আমি যাব মরারে, সখি আমার
প্রেম আগুনে পোড়া...
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
ওরে আমি পুড়তে পুড়তে
হইলাম সাড়া ~
পুড়তে পুড়তে~হইলাম সাড়া
কলিজায় আঙ্গার রে সখি আমি
প্রেম আগুনে পোড়া...
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
প্রেম আগুনে পোড়া...
তোরা আর আমায় জ্বালাস না সখি
আমি পেম আগুনে পোড়া
প্রেম আগুনে পোড়া...
তোরা আর আমায় জ্বালাস...না
সখি আমি..পেম আগুনে..পোড়া