আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমি,বিধির কাছে,চাইবো তোমায়
মরণেরও পরে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমি,বিধির কাছে,চাইবো তোমায় মরণের পরে
? আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
এই,দুনিয়াদারী ধর্ম কর্ম,যেনো কিছুই নয়
সকল পূন্য তোমার প্রেমে,এমন মনে হয়
এই দুনিয়াদারী ধর্ম কর্ম,যেনো কিছুই নয়
সকল পূন্য তোমার প্রেমে,এমন মনে হয়
ওরে, এত ভালোবাসা আমার,বুকে নাহি ধরে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমি বিধির কাছে চাইবো তোমায়,মরণের পরে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
ঐ স্বর্গ নরক যেথায় খুশি,সেথায় নিয়ে যাও
প্রানটা যদি চাও গো তুমি,দেবো আমি তাও
ঐ স্বর্গ নরক যেথায় খুশি,সেথায় নিয়ে যাও
প্রানটা যদি চাও গো তুমি দেবো আমি তাও
মোরা অনন্তকাল থাকব দুজন
একই মাটির ঘরে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমি বিধির কাছে চাইবো তোমায়
মরণের পরে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমার এই অন্তরে তুমি ছাড়া
কেউ না বসত করে
আমি বিধির কাছে চাইবো তোমায়
মরণের পরে