menu-iconlogo
huatong
huatong
avatar

Dake Pakhi Kholo Akhi

Haimanti Suklahuatong
🐦🅱angla🔸🇬aner🔸🅿akhihuatong
লিরিক্স
রেকর্ডিং
ডাকে পাখি খোলো আঁখি

হৈমন্তী শুক্লা

ডাকে পাখি খোল আঁখি

দেখ সোনালী আকাশ

বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি

দেখ সোনালী আকাশ,,,

বহে ভোরেরও বাতাস

বহে ভোরেরও বাতাস

ফুলে ফুলে ওই

দোলে প্রজাপতি দোলে

নেচে নেচে ঐ

চলে বেলা বেড়ে চলে

আলো সেতে তবু কেন

ঘুমের বিলাস

বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি

দেখ সোনালী আকাশ

বহে ভোরেরও বাতাস

বহে ভোরেরও বাতাস

রোমে রোমে আজ

লাগে প্রভাতীয়া লাগে

রাগে রঙ্গে তার

জাগে পৃথিবীটা জাগে

চারিদিকে ফোটে যেন

প্রানের প্রকাশ

বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি

দেখ সোনালী আকাশ

বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি

দেখ সোনালী আকাশ

বহে ভোরেরও বাতাস

বহে ভোরেরও বাতাস

বহে ভোরেরও বাতাস

বহে ভোরেরও বাতাস

?️angla ?aner ?️akhi?

?️?️?

Haimanti Sukla থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে