স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
দূরে দূরে যত সরে যাই, কী যেন পেয়েও হারাই
ভাবনার নেই অবকাশ, শুধু যে করে হতাশ
দূরে দূরে যত সরে যাই, কী যেন পেয়েও হারাই
ভাবনার নেই অবকাশ, শুধু যে করে হতাশ
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
একে একে দিন চলে যায়, তবুও কাটে না সময়
স্বপ্ন যে স্বপ্ন রয়, কেমনে কারে বোঝাই?
একে একে দিন চলে যায়, তবুও কাটে না সময়
স্বপ্ন যে স্বপ্ন রয়, কেমনে কারে বোঝাই?
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
আমি আর পারিনি ভুলিতে সে স্মৃতি
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল
স্বপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেল