গানঃ তোর জন্য কতো মায়া রে
শিল্পীঃ ইমরান মাহমুদুল & কণা
আপলোডঃ AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
ছেলেঃ] আহারে--
তোর জন্য কতো মায়া রে।
আহারে--
তোর জন্য কতো মায়া রে।
তোকে ভেবে চোখ বুঝি।
অনুভবে তোকে বুঝি।
দূরে গেলে কাছে খুজি ।
তোর ছায়া রে।
আহারে--
তোর জন্য কতো মায়া রে।
আহারে-- ~~~
তোর জন্য কতো মায়া রে।
মেয়েঃ] কাছে তোর, আসি যতো প্রেমে পরেছি তত
তোরই ভালোবাসায় আমি ডুবে মরি যে তত।
কাছে তোর, আসি যতো প্রেমে পরেছি তত
তোরই ভালোবাসায় আমি ডুবে মরি যে তত।
ছেলেঃ] ভাসিয়ে দেবো জীবন তরী
অথৈ সাগর জোয়ারে।
একটু যদি পাই তোরই।
সুখ ছোঁয়া রে।
আহারে--
তোর জন্য কতো মায়া রে।
আহারে--
তোর জন্য কতো মায়া রে।
মেয়েঃ] জোনাকি, দিশেহারা নিভে রাতেরই তারা।
পৃথিবীতে আমি বড় একা তোকে যে ছাড়া।
জোনাকি, দিশেহারা নিভে রাতেরই তারা।
পৃথিবীতে আমি বড় একা তোকে যে ছাড়া।
ছেলেঃ] একটাই ত আমারই তুই।
লক্ষ কোটি হাজারে।
হৃদয় রাজ্যে তুই রাণী
আমি রাজা রে
আহারে--।
তোর জন্য কতো মায়া রে।
মেয়েঃ] আহারে--
তোর জন্য কতো মায়া রে।
তোকে ভেবে চোখ বুঝি।
অনুভবে তোকে বুঝি।
দূরে গেলে কাছে খুজি ।
তোর ছায়া রে
আহারে--।
তোর জন্য কতো মায়া রে।
ছেলেঃ] আহারে----------।
তোর জন্য কতো মায়া রে।